পৃষ্ঠাসমূহ

About


Sheikh-Monirul-Hasan
Sheikh Monirul Hasan



আমি শেখ মনিরুল হাসান, ফরিদপুরের এক প্রতন্ত অন্চলে আমার জন্ম । বেড়ে উঠেছি আমার গ্রাম পরমানন্দপুরের মাঠে , ঘাটে , বনে বাদারে বিচরন করে । ছোটবেলা থেকেই আমি খুবই শান্ত এবং ভদ্র সভাবের মানুষ । শিশুকাল অনেক সুন্দর কেটেছে আমর শৈশব ছিল খবুই মধুর স্মৃতিতে পুর্ন । আমার জীবনে ব্যর্থতার খাতা অনেক বড় , তবুও মানুষকে সব কিছু মিলিয়ে অনেক কিছু মেনে নিয়েই চলতে হয় । আমিও প্রতি নিয়তো সেই চেষ্টাই করে যাচ্ছি ।  বর্তমানে আমি  একজন ডিজিটাল মার্কেটিং কনসালাটেন্ট এবং এসইও এক্সপার্ট ।বেশ কয়েক বছর যাবত দক্ষতার সাথে এই কাজ করে যাচ্ছি । যদিও ফ্রিলান্সার  হিসেবে কাজ করছি তবে খুব তারাতারিই নিজের একটি প্রতিষ্ঠান দার করাব সেই ইচ্ছা আছে ইনশাআল্লাহ ।

প্রথমেই বলে রাখি যে, লেখা লেখিতে আমি ভিষন কাচা  এবং বানান ভুলের সংখা এত বেশি যে, লিখতে ভয় করে । বাংলা বানান ঠিক করার পদ্ধতি এখনও সফটওয়্যার গুলো তৈরি করেনি । তবে ইংলিসে কিন্তু অন্তত বানান ভুলের ভয় নেই । কারন ভুলগুলো শুধরে নেওয়া যায় । তবুও লিখছি এই ভেবে যে, হয়তে অনিচ্ছা কৃত ভুল মার্জনীয় । আসলে আমি অপারগ ।  নিজের বিষয়ে বলার মতো তেমন কোন অর্জন নেই বা তেমন কোনো পরিচয়ও নেই । আমি  অতি সাধারন এবং নগন্য একজন মানুষ । অনলাইনে কিছূ টুকটাক  কাজ করি ২০১৬ সাল  থেকে , ভাল লাগে বিভিন্ন বিষয় শিখতে এবং মানুষের সাথে সেগুলো  শেয়ার করতে । আমার লেখাপড়া বলতে গেলে  ফরিদপুর পলিটেকনিক িইন্সটিউট থেকে কম্পিউটার সাইন্সে এন্ড ইন্জিনিয়ারিয়ে ডিপ্লোমা এবং গ্রিন ইউনির্ভারসিটি অফ বাংলাদেশ থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিংয়ে বিএসসি করেছি । যেটুকু লেখাপড়া করছি সেটার জন্য মানুষিক ভাবে   অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে । পড়ার টাকা জোগার করার কথা কখনো ভাবতে হয়নি কিন্তু মনের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে ।

নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং মিশতে ভাল লাগে কিন্তু আমার বন্ধুর সংখা অনেক নগন্য । আমার সবথেকে ভাল লাগার কাজ হলো বই পড়া ,  সব ধরনের বই পড়ি তবে বিশেষত  কম্পিউটার প্রযুক্তি, ইতিহাস, ভূগোল ,দর্শন , গোয়েন্দা কাহিনি , মনবিজ্ঞান , ধর্মীয় , সাইন্স ফিকশন, বিজনেজ,ইত্যাদি বই আমার বেশি পছন্দের তবে অন্যন্য বইও পড়ি ।   খেলাধুলা আমি একদমই  পছন্দ করিনা তবে নিয়মিত ব্যায়াম করতে পছন্দ করি এবং এই সম্পর্কিত  গেম গুলো পছন্দ করি যেমন মার্শাল আর্ট , জুডো , কারাতে,  ইত্যাদি ।

আমি ঘুড়তে ভিষন করতে পছন্দ করি তবে অব্যশই একা একা । বাংলাদেশের অনেক অন্চলের অনেক জায়গা আমি ঘুরেছি , দেখিছি বিচিএ সব ঘটনা এবং দূর্ঘটনা । এই পৃথীবি অনেক সুন্দর , তবে  আমার দেখা পৃথীবিটা আরো অনেক বেশি সুন্দর । প্রকৃতির সব জিনিসই  অনেক সুন্দর তবে আমাকে সব থেকে বেশি টানে যে সকল বিষয় গুলো সাগর, পাহার , বৃক্ষ, জোসনা রাত, বৃষ্টি । সত্যিই , প্রকৃতির মাঝে ভালবাসার এত বেশি উপাদান আছে যে, দুঃখ পাবার কোনো কারন অবশিষ্ট আছে বলে মনি করিনা ।

নৌকা আমার ভিষন প্রিয় একটি বস্তু , সেই ছোট বেলায় আমি নৌকার প্রেমে পড়েছি , আমি যেখানেই ঘুড়তে যাই সেখানে যদি নৌকার ব্যবস্থা থাকে তবে আমাকে ্নৌকায় চড়তে হবেই । সবারই কমবেশি মাছ ধরার সখ আছে তবে আমার আছে অতি শখ । যতগুলো পদ্ধতিতে মাছ ধরা যায় তার সবগুলোই আমার জানা । এখনো সুযোগ পেলে হাতছাড়া করিনা ।

এই পৃথীবিতে সব সুন্দরতম কাজগুলোর মাঝে একটি হলো বই পড়া । বই মানুষের যতো ভাল বন্ধু হতে পারে আর কেউই তেমনটি পারে না । অন্ধকারকে দূরে ঠেলে দেওয়ার জন্য যেমন আলো প্রয়োজন তেমনই মানুষের অজ্ঞতাকে দূর করার জন্যও বই পড়া প্রয়োজন । পূর্বেই বলেছি বই আমার ভিষন প্রিয় । আমার যতো আড্ডা যত গল্প সবই বইয়ের সাথে । মানুষের প্রতিটি মূহুর্তই মূল্যবান , কারো সাথে ঘুড়ে বা আড্ডা মেরে খোস গল্প করে সময় নষ্ট করার মতো সময় আমার কোনো দিনই ছিলনা বা কোনো দিনই হবে না ।

প্রতিটি মানুষ সৃষ্টি হয়েছে নিজস্ব সকিয়তা নিয়ে, সবারই নিজস্ব একটি জগত আছে এবং প্রাকৃতিক ভাবে সবাই ভিন্ন ভিন্ন । আমি যদি ভুল করি তবে তা আমিই শুধরে নিব । আমি চাই না কেউ আমাকে প্রভাবিত করুক বা আমাকে তার রুপে দেখতে চাক । কারন আমি আমার মতো কারো জন্যই আমি নিজেকে পরিবর্তন করবো না । কারন এটাই আমার স্বকিয়তা এটাই আমার চরিত্র , আমার বৈশিষ্ট, আমার অস্তিত্ব । যদি না  আমার কাজ অন্যের ক্ষতির কারন হয়, তবে আমি সে কাজ করে যাবো । কারন আমার ভাল লাগার মাঝেই রয়েছে আমার স্বধীনতা । আমি চাই না কেউ আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করুক ।

পরিশেষে , আমি অতি সাধারন মানুষ, সব কিছুকেই সাধরন করে ভাবতে পছন্দ করি ।  পৃথীবি অনেক রহস্যময় একটি যায়গা এখানে রড় গলা করে কারো কোনো কিছু বলার নেই । কারন কে কখন কোন দূর্যোগের মুখ মুখি হবে তা সে জানে না । এখানে সবাই সবার মতো থাকুক বিচরন করুক তাদের নিজস্ব ভুবনে । ভাল থাকুক পৃথীবি আর ভাল থাকুক সমস্থ মাখলুকাত ।


                                    এই পৃথীবি যেন  এক অচেনা অজানা গ্রহ
                                   এখানে সবারই দিন কাটে অন্চিয়তার মধ্য দিয়ে
                                   পদে পদে অন্চিয়তা , পথে পথে অন্চিয়তা ।
                                   চারপাশে অসুস্থ প্রতিযোগিতার, এক মহা আযোজন
                                   মনে হয় কি যেন হবে, তবে এক সময় ঘটে প্রতাশার বিয়োজন ।
                                   যতই কর তুমি আমর আমার , যেনে রেখ কিছূই নয় তোমার
                                   এত হটকারিতা এত চাটুকারিতা কোথায় আছে নির্মলতা ।
                                    তবুও ভাল থাক আমার শত্রু , আমার  মিএ 
                                  এবং  পৃথীবির সবাই ।


সোশ্যাল মিডিয়াতে আমিঃ-

Facebook

twitter

LinkedIn

WordPress

No comments: