পৃষ্ঠাসমূহ

Saturday, July 20, 2019

bangla kobita | কবিতা- আমরা অসহায় | শেখ মনিরুল হাসান

আমরা অসহায়

শেখ মনিরুল হাসান




আলকিত ধরনীর উজ্বল আলো জ্বলা-নেভা অন্ধকারের মাঝে
ক্ষত বিক্ষত কারো কারো জিবন মরুউদ্দান এর মত হয়ে উঠে ।
অবারিত সবুজকে ছারিয়ে যায় শোষনের নিদারুন করাঘাত
বহু বহু প্রান্তর হয় রক্তাক্ত , ছিন্ন ভিন্ন হয় ধরনী তট ।

বাতাসে ভেসে আসা মৃত ক্রন্দন আর রক্তের গন্ধ
সকল বিভৎসতাকে ছারিয়ে গড়ে  নিজস্ব সকীয়তা ।
প্রত্যাশিত সব ভালবাসা , মঙ্গল কামনা আর প্রতিক্ষা
বুলেট হয়ে ঝাঝড়া করে দেয়  এপিঠ ওপিঠ ।

তুবুও আমার অভিনয় করি , নিতান্তই অপারগ ভেবে
ওরা থেমে থাকে না , অভিনয় অভিশাপ হয়ে আপাতিত হয় ।
লুন্ঠিত হই নিজেদের তরে নিজেরাই
অনুশোচনার কোন বহিপ্রকাশ দৃশ্যমান হয়না ।

তবুও মরার মত জেগে রই  ,করুনার প্রতিক্ষা করি
অবশেষে সব ভেঙ্গে চুরে হয়ে যায় লন্ড ভন্ড
কেও কেও জাগে তবে আধমরা হয়ে ।

ওরা আবারও আসে ভিন্ন বেসে ভিন্ন রুপে
একই গল্পের পূর্নরাবিত্তি ঘটে ।
তবু জ্বলেনা আলো শোনা যায়না কারো হুঙ্কার
আমরা বেচে থাকি মরার মত ।
                                                         
আরো পড়ুন

                          

Sunday, March 10, 2019

Bangla kobita | কবিতা- দীপান্বিতা | শেখ মনিরুল হাসান

দীপান্বিতা

শেখ মনিরুল হাসান

                                                                
তোমার মাঝে খুজে পাই নিজেকে
অসহায় বালকের বেসে ।

তুমি হাস করুন হাসি,
দুরু দুরু বুকে অসহায় হয়ে প্রতক্ষ করি ।

এত অবহেলা তবুও বারে বারে
ফিরি তোমারই দ্বারে ,অসহায় পথিকের বেসে ।

শত যন্ত্রনার মাঝে আঘাতে প্রতিঘাতে
করুনা  ‍শুন্য রুক্ষ হৃদয়ে  দেখি জ্বালাময়ী গ্লানি।

পথ চেয়ে থাকি এ যেন অবারিত দৃষ্টি
তোমার ওই প্রহশিনি ঝড় অঙ্গনে ।

হয়তো যাবে কেটে অনেক কাল
ম্লান আশাহত সপ্ন রয়ে যাবে যুগান্তর ।

ভাল থেকো সুভ্র ভালবাসা নিও
এটাই যেন হয় তোমার প্রাপ্তি ।

সমাপ্ত ।

Monday, November 26, 2018

আক্ষেপ - Bangla Kobita | Sheik Monirul Hasan

আক্ষেপ

         শেখ মনিরুল হাসান


আমরা একবারই বাচি আর একবারি মরি

এই জীবনে শুধু একজনকেই ভালবাসা যায়।

ভালবাসা কোন ভিক্ষার বস্তু নয়,

দ্বারে দ্বারে ভালবাসা ছড়ানো থাকে না ।


একটু অবহেলায় হতে পারে একটি জীবনের ছন্দপতন ।

ফুল হয়ে ঝরে পরার মাঝে সর্গীয় সুখ আছে, 

আমাকে হারিয়ে দিয়ে তুমি হেরে গেলে নিজে ।

Saturday, October 13, 2018

Bangla Kobita | কবিতা- মাঝ পথে | শেখ মনিরুল হাসান

                                              

মাঝ পথে 

    শেখ মনিরুল হাসান   

    

হাটতে হাটতে অনেকদুর পেরয়ে গেছি কত শত পথ পারি দিয়ে ।
পেরিয়ে গেছে জীবনের অনেকটা সময় তবুও আমি হাটছি,
 গতি নিয়ে  উদ্দেশ্য নিয়ে, মাঝে মাঝে ভাবনা হয় কোথাও ভুল হলো কিনা !
না কোনো ভুল তো হয়নি ।
তবে পথ কেন ফুরোয় না ? 
চলার গতি কি বাড়াতে হবে ?

মাঝ পথে দারিয়ে পিছনে চেয়ে দেখি এ কোন পথ !
এ পথ আমার অচেনা সামনে ধু-ধু মরুভূমি । 
উওপ্ত বালুরেখা আর ঢেউ খেলানো মরীচিকার ছন্দপতন ।
সামনে তৈরি করা কোন পথ নেই । 
তবে আমার গতি?

আমার ভূল হয়েছে খুবই সুক্ষ্ণ ভুল, আমি পরিছন্ন পথ খুজেছি কিন্তু সে পথ রুদ্ধ,
বহুদুরে একটি কন্টাকিকির্ন পথ আছে ওটাই গৌন্তব্যর ঠিকানা ।
ও পথে যেতে যেতে অনেক সময় পার হয়ে যাবে তবুও যেতে হবে । 

একাকী পথ  তৈরি হয় না ,অনেকের পদচিহ্ন লাগে । 
সেটা পাওয়া যাবে না ,তাই ফিরে যাবো । 
তবে ফিরে যাওয়ার মাঝপথে  থামতে হবে ।
কারন তখন আমকে কেও ফেরাতে পারবে না ।
                                                                            আরো পড়ুন