পৃষ্ঠাসমূহ

Monday, November 26, 2018

আক্ষেপ - Bangla Kobita | Sheik Monirul Hasan

আক্ষেপ

         শেখ মনিরুল হাসান


আমরা একবারই বাচি আর একবারি মরি

এই জীবনে শুধু একজনকেই ভালবাসা যায়।

ভালবাসা কোন ভিক্ষার বস্তু নয়,

দ্বারে দ্বারে ভালবাসা ছড়ানো থাকে না ।


একটু অবহেলায় হতে পারে একটি জীবনের ছন্দপতন ।

ফুল হয়ে ঝরে পরার মাঝে সর্গীয় সুখ আছে, 

আমাকে হারিয়ে দিয়ে তুমি হেরে গেলে নিজে ।

Saturday, October 13, 2018

Bangla Kobita | কবিতা- মাঝ পথে | শেখ মনিরুল হাসান

                                              

মাঝ পথে 

    শেখ মনিরুল হাসান   

    

হাটতে হাটতে অনেকদুর পেরয়ে গেছি কত শত পথ পারি দিয়ে ।
পেরিয়ে গেছে জীবনের অনেকটা সময় তবুও আমি হাটছি,
 গতি নিয়ে  উদ্দেশ্য নিয়ে, মাঝে মাঝে ভাবনা হয় কোথাও ভুল হলো কিনা !
না কোনো ভুল তো হয়নি ।
তবে পথ কেন ফুরোয় না ? 
চলার গতি কি বাড়াতে হবে ?

মাঝ পথে দারিয়ে পিছনে চেয়ে দেখি এ কোন পথ !
এ পথ আমার অচেনা সামনে ধু-ধু মরুভূমি । 
উওপ্ত বালুরেখা আর ঢেউ খেলানো মরীচিকার ছন্দপতন ।
সামনে তৈরি করা কোন পথ নেই । 
তবে আমার গতি?

আমার ভূল হয়েছে খুবই সুক্ষ্ণ ভুল, আমি পরিছন্ন পথ খুজেছি কিন্তু সে পথ রুদ্ধ,
বহুদুরে একটি কন্টাকিকির্ন পথ আছে ওটাই গৌন্তব্যর ঠিকানা ।
ও পথে যেতে যেতে অনেক সময় পার হয়ে যাবে তবুও যেতে হবে । 

একাকী পথ  তৈরি হয় না ,অনেকের পদচিহ্ন লাগে । 
সেটা পাওয়া যাবে না ,তাই ফিরে যাবো । 
তবে ফিরে যাওয়ার মাঝপথে  থামতে হবে ।
কারন তখন আমকে কেও ফেরাতে পারবে না ।
                                                                            আরো পড়ুন