পৃষ্ঠাসমূহ

Saturday, July 20, 2019

bangla kobita | কবিতা- আমরা অসহায় | শেখ মনিরুল হাসান

আমরা অসহায়

শেখ মনিরুল হাসান




আলকিত ধরনীর উজ্বল আলো জ্বলা-নেভা অন্ধকারের মাঝে
ক্ষত বিক্ষত কারো কারো জিবন মরুউদ্দান এর মত হয়ে উঠে ।
অবারিত সবুজকে ছারিয়ে যায় শোষনের নিদারুন করাঘাত
বহু বহু প্রান্তর হয় রক্তাক্ত , ছিন্ন ভিন্ন হয় ধরনী তট ।

বাতাসে ভেসে আসা মৃত ক্রন্দন আর রক্তের গন্ধ
সকল বিভৎসতাকে ছারিয়ে গড়ে  নিজস্ব সকীয়তা ।
প্রত্যাশিত সব ভালবাসা , মঙ্গল কামনা আর প্রতিক্ষা
বুলেট হয়ে ঝাঝড়া করে দেয়  এপিঠ ওপিঠ ।

তুবুও আমার অভিনয় করি , নিতান্তই অপারগ ভেবে
ওরা থেমে থাকে না , অভিনয় অভিশাপ হয়ে আপাতিত হয় ।
লুন্ঠিত হই নিজেদের তরে নিজেরাই
অনুশোচনার কোন বহিপ্রকাশ দৃশ্যমান হয়না ।

তবুও মরার মত জেগে রই  ,করুনার প্রতিক্ষা করি
অবশেষে সব ভেঙ্গে চুরে হয়ে যায় লন্ড ভন্ড
কেও কেও জাগে তবে আধমরা হয়ে ।

ওরা আবারও আসে ভিন্ন বেসে ভিন্ন রুপে
একই গল্পের পূর্নরাবিত্তি ঘটে ।
তবু জ্বলেনা আলো শোনা যায়না কারো হুঙ্কার
আমরা বেচে থাকি মরার মত ।
                                                         
আরো পড়ুন

                          

No comments:

Post a Comment